নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাজ্ঞলি অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞলি অর্পন করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মামুন খন্দকার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) এম. সাব্বির হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে সর্বস্থরের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেন।
Leave a Reply