নেত্রকোনায় প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রুহী এলাকাসহ বেশ কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীরা।
নামাজ শেষে বৃষ্টি জন্য অশ্রুশিক্ত নয়নে আল্লাহ পাকের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ০৯ টায় দিকে নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে এ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের দরবারে রহমত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এতে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহণ করে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মুসল্লীদের নিয়ে অশ্রুশিক্ত নয়নে মহান রাব্বুল আল আমিনের দরবারে দু’হাত তুলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply