নেত্রকোণার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের ১১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর দিনব্যপী শোক র্যালী,কবর জিয়ারত, দোয়া,মিলাদ মাহফিল,স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও গরীবদের মাঝে রান্নাকরা খাদ্য বিতরণের মাধ্যমে এ শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষ্যে তার সুযোগ্য কন্যা উপজেলার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে আজিজুর রহমান খান,আ: সালামের সঞ্চালনায় তার নিজ বাড়িতে স্থানীয় সর্বস্তরের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন: কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সহ-সভাপতি শ.ম.জয়নাল আবেদীন,আলী আজগর,জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি।
অন্যদের মধ্যে পৌর আ‘লীগ সভাপতি মেয়র মাওলানা আব্দুস সালাম,পৌর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগেরসহ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।
Leave a Reply