স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায় সেখানের একটি মহাসড়কে ট্রাক্টর ট্রেইলার ও ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটিতে আগুন ধরে এই হতাহাতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে নাকি দুর্ঘটনায় মারা গেছে তা তদন্তকারীরা নিশ্চিত করতে পারেনি।
ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
Leave a Reply