শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৪২ পঠিত

শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার ১লা অক্টোবর সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই জেলা সমাবেশের আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নুরের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.আশরাফ আলী খান খসরু এমপি।

মুখ্য আলোচক হিসিয়ে বক্তব্য রাখেন: ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিন,সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট এম এ সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী খান খসরু বলেছেন: আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তায় যেমন অবদান রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

তিনি আরও বলেন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনী আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে যারা বানচাল বা বিশৃঙ্খলার অপচেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।পরে বিভিন্ন ক্ষেত্রে শান্তিশৃঙ্খলায় ভালো অবদান রাখায় ১৫ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News