নেত্রকোনার পূর্বধলায় মেহগনি গাছের আগায় প্রায় ৪০ ফুট উঁচুতে নিজ পাগড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে মোঃ লিমন মিয়া (২৩) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
আজ শনিবার (১৭ জুন) সকাল ৬ ঘটিকায় উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর মেহগনি গাছের আগায় লিমন মিয়াকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত লিমন মিয়া ওই ইছবপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সে মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিল।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন : খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply