নেত্রকোনা-২ ( নেত্রকোনা সদর- বারহাট্টা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এক শোক বার্তায় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনৈতিক, ক্রীড়া সংগঠক ও নিবেদিত প্রাণ সমাজসেবী।
তিনি দীর্ঘদিন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগকে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসেছেন। শিক্ষা বিস্তার, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের শিক্ষা, কর্মসংস্থানেও তিন অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে নেত্রকোনা তথা বৃহত্তর ময়মনসিংহ একজন বলিষ্ঠ নারী নেতৃত্ব হারিয়েছে।
নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা প্রতিমন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম ও মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, মরহুম কামরুন্নেসা আশরাফ দীনা কিডনিসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ৯টায় কাকরাইলে সার্কিট হাউস রোড টিপটপ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে, এবং দ্বিতীয় জানাজার নামাজ(২ জুন) সন্ধ্যা ৬টায় নেত্রকোনা জেলার সদর উপজেলার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদর উপজেলার পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply