নেত্রকোনায় কৃষকের গোয়াল থেকে গরু চুরি করে এনে বাজারে বিক্রির সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের দুই সহযোগী ময়রুহী গ্রামের আজিত মিয়া ছেলে মো.শহীদ মিয়া ও মৃত: হাবী রহমানের ছেলে মো: লুৎফুর রহমান এই সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদলতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গরুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি ষাড় গরু ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন:জেলা সদরের ঝগড়াকান্দা গ্রামের লালচু মিয়ার ছেলে রফিকু ইসলাম, প্রতাপপুর গ্রামেরও আজিজ মহরি ও শাজাহান মাষ্টারের ভাতীজা শাকিল ওরূপে (শাহামনি) ও রুই গ্রামের কাজাআলীর ছেলে সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়: সোমবার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাই গরু বিক্রি হচ্ছে। এমন গোপন খবরে এসআই মো.রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই গরুসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ আরো বলে: পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে জেলা সদরের রুহি গ্রামের সুধীন্দ্র সরকারের গোয়ালঘর থেকে তারা গরুটি চুরি করে নৈহাটি বাজারে বিক্রি করতে আনে। পরে খবর পেয়ে গরুর মালিক বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন: দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়া তাদের দুই সহযোগীকেও ধরতে চেষ্টা চলছে।
Leave a Reply