নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ,আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে: অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিটিকে গত দুইদিন ধরে ইসবপুর গ্রামের জনৈক লাক মিয়ার রাইস মিলের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
সোমবার সকালে স্থানীয় এক নারী তাকে খাবার দিতে গেলে সে খাবার না খেয়ে সেখানেই ঘুমিয়ে থাকে। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম শামীম বলেন: ধারণা করা হচ্ছে লোকটি মানসিক বিকারগ্রস্থ ছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন: মরদেহ উদ্ধার করা হয়েছে।মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে ও পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে।
Leave a Reply