বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে নেত্রকোণার নদ- নদীর রক্ষায় দখল, দূষণ ও খননের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েসের ব্যানারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সকাল ১১ টার দিকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পরিবেশবিদ সাইফুল্লাহ এমরান, গ্রীণ ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন, নুরে জান্নাত তাসফিয়া,রুবেল কুমার দাস, রিসালাত মিয়া, শুভ আকন্দসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন: জেলায় থাকা ৫৮ টি নদীর মধ্যে বেশিরভাগ নদীই আজ বিলীন হয়ে গেছে। যে ৭ থেকে ৮টি নদীর প্রবাহ এখনও রয়েছে সেগুলোও বিপন্ন অবস্থায় পড়েছে। এগুলোকে রক্ষায় দ্রুত সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা
Leave a Reply