নেত্রকোনার কেন্দুয়ায় ৫৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) কেন্দুয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা সিনিয়র মৎস দপ্তরের আয়োজনে
কান্দিউড়া ইউনিয়নের গোগ বাজারের সাইডুলি নদী, নওপাড়া ইউনিয়নের কালি বাড়ি মন্দিরের পুকুর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে সর্বমোট ৫৭১ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
উক্ত পোনা মাছ অবমুক্তকরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অসীম কুমার উকিল।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ আজহারুল আলম, ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসার, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জুনায়েদ আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সাংবাদিক বৃন্দ।
Leave a Reply