নেত্রকোণা মদন উপজেলা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখা আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লিটন বাঙালী সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনা করেন তিয়শ্রী ইউনিয়নের সভাপতি মোঃ নূর কামাল।
এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি,মোঃ আবুল বাসার খান এখলাছ,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক মোঃ রহুল আমিন,উলামা লীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান সঞ্জু ও সাধারণ সম্পাদক আবু বকর।
উপজেলা ছাত্র লীগের সভাপতি সোহাগ বাঙালী ( টিপু) কলেজ শাখার ছাত্র লীগ সভাপতি এস এম আকরামসহ উপজেলা সেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply