নেত্রকোনার দূর্গাপুরের বিরিশিরি এলাকার এক সময়ের স্রোতস্বিনী সেই হারিয়ে যাওয়া নদী সোমেশ্বরী রক্ষায় কারণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা),এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি),পানি অধিকার ফোরাম ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবেে এ আলোচনা সভা করেন।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজ হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’ র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন : জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান, সড়ক ও জনপথ বিভাগের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন, ৩১ বিজিবি নেত্রকোনার সহকারী পরিচালক আউয়াল হোসেন, পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ আবু সাইদ, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান মানিক।
আরও বক্তব্য রাখেন শিকড় উন্নয়ন কর্মসূচি’র পরিচালক আ,ক,ম রফিকুল ইসলাম আপেল, দূর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দূর্গাপুর পৌরসভার প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান কামাল পাশা, দৈনিক জননেত্র সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক জেলা প্রেস ক্লাব নেত্রকোনা এম. মুখলেছুর রহমান খান, চ্যানেল আই নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসান, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, প্রথম আলো নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, শিক্ষক ও সমাজকর্মী বাঁধন খান ববি,বেলা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম মামুন।
এ ছাড়াও,সোমেশ্বরী নদী পাড় এলাকার জন প্রতিনিধি,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।এ সময় আলোচক বৃন্দরা সোমেশ্বরী নদী রক্ষায় সঠিক পন্থায় বালু উত্তোলন,নতুন করে ড্রেজিং করে পানি প্রবাহ সৃষ্টিসহ নানা দিক তুলে ধরেন এবং নদীটি রক্ষায় উপস্থিত সকলে বিভিন্ন প্রস্তাব পেশ করেন।
শুরুতে পরিচয় পর্ব শেষ করে সোমেশ্বরী নদীর উপর প্রবন্ধ উপস্থাপন করেন এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান এবং এর আগে সুমেস্বরী নদীর বতর্মান পরিস্থিতি নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ নদীটি রক্ষায় সংস্লিষ্ট সকল বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply