বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদানের বাছাই কার্যক্রম সম্পন্নকরণ

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ পঠিত

নেত্রকোনার কেন্দুয়াতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের নিমিত্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কার্যক্রম সম্পন্নকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে বিকেল পর্যন্ত প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদানের বাছাই কার্যক্রম সম্পন্নকরণে ১২জন সদস্যের সমন্বয়ে বাছাই কমিটি উপজেলা পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়।

কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদানের নিমিত্তে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা নিম্নরুপ -উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান- সিংহের গাও সরকারী প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ এস.এম.সি.সভাপতি ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি শিল্পী রানী সরকার,শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার,
মীর্জা মোহাম্মদ সোহাগ।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নূরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম,শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.শিরীন আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক,দূর্গাপুর জুবেদ আলী ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.ফজলুল হক ওশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামিয়া আক্তার।

উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মির্জা মোহাম্মদ তার প্রতিক্রিয়া বলেন, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিয়েই গঠিত কেন্দুয়া উপজেলা। প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়নে বিভিন্ন ক্যাটাগরিতে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠতম হয়ে উপজেলায় শিক্ষা পদক প্রাপ্তিতে অংশ গ্রহণ করে তাদের যোগ্যতা অনুযায়ী মৌখিক পরীক্ষার মাধ্যমেে উপজেলা শিক্ষা পদক যাচাই কমিটি উপরোক্ত ব্যক্তিদ্বয়কে শ্রেষ্ঠতম নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সামিয়া আক্তার আলাদা আলাদাভাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের অর্জিত কৃতিত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসর্গ করছি।

তারা আরো বলেন, আমরা সব সময় নিজের সেরাটা বিলিয়ে দিতে চেষ্টা করি। আমাদেরকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি জেলা পর্যায়ে অংশগ্রহণ করেও উপজেলার মান যাতে রাখতে পারি, সেই জন্য সকলের প্রতি দোয়া প্রার্থনা করেন তারা।

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়মানুযায়ী উপজেলা বাছাই কার্যক্রম সম্পন্নকরণের জন্য বিভিন্ন আঙ্গিকে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান তাদের প্রাসঙ্গিক তথ্য প্রমাণিদিসহ মৌখিক পরীক্ষা মাধ্যমে নম্বর বিভাজনের ভিত্তিতে ফলাফল ঘোষনা করা হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে যারা উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছে তাদের উত্তর উত্তর সফলতা কামনা করেন তিনি।

এসময় প্রাথমিক শিক্ষা পদক কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News