নেত্রকোনার কেন্দুয়ায় ডিস ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ৭সেপ্টেম্বর )রাতে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়: উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আলমগীর ও কালাম নামে দুই ব্যক্তি দীর্ঘদিন যাবত ডিস লাইনের ব্যবসা করে আসছেন। গত কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে ডিস ব্যবসার আধিপত্য নিয়ে মারামারি হয়। পূর্বেই এব্যাপারে কেন্দুয়া থানায় মামলাও রয়েছে। তারই জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে আবার মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষের নারীসহ ১০জন আহত হয়েছেন।
আহতরা হলেন, সাগুলী গ্রামের রোকন মিয়া (৪২), শাহাবুদ্দিন (২৮), রফিকুল (৪৩), রিক্তা আক্তার (২০), সোহেল মিয়া (৩০),ফুয়াদ মিয়া(৩২), পলিন মিয়া (২৫), সাইদ (৫০), হাদিস মিয়া (৬০) ও কবির হোসেন (৩২)।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: নুরজাহান পারভীন লিজা বলেন: সাগুলী গ্রামের মারামারির ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দশ জন হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হবার পরপরই তাদের পরিবারের লোকজন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান।
সেই অনুযায়ী কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরতচিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে দেন।
উপজেলার চিরাং ইউনিয়নের চেয়ারম্যান এনামুল কবির খান সাগুলী গ্রামে ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক তানভীর মেহেদী বলেন : উপজেলার সাগুলী গ্রামের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply