মদনে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার। শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাই হয়েছে ধান চাউল সহ প্রয়োজনীয় আসবাবপত্র। এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানা গেছে : গত মঙ্গলবার রাতে সাইদুল ভূঁইয়ার ঘরে আগুন লাগে একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় তিনটি ঘরের আসবাবপত্র। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অসহায় ৩ পরিবার আগুনের সুত্রপাত হয়েছে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে ।
ক্ষতিগ্রস্ত আঙ্গুরা আক্তার,বলেন: আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে এখন মাথা গোঁজার টাই নাই।আমরা নিঃস্ব হয়েগেছি।এভাবেই কান্নাজড়িত কন্ঠে অপর ক্ষতিগ্রস্ত আবু তালেব ভূঁইয়া,বলেন,আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে।ছেলে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট,জমি জমার কাগজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়।ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে পরে আছি।
এ ব্যাপারে তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার বলেন: অগ্নিকাণ্ডে কাওয়ালী বিন্নী গ্রামের তিনটি পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে যা পারছি তাদের সাহায্য করছি।এক্ষেত্রে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন
Leave a Reply