নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক আল মুনসুরের ভাই আল মামুনের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার তিন মাসের মাথায় গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চোরকে ময়মনসিংহের ধোবউড়া থেকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
আটককৃত মোফাজ্জল ময়মনসিংহের ধোবউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের জিগাগাছিয়াগ্রামের মৃত রমজান আলীর ছেলে।পুলিশ জনায়:বুধবার (৩মে) সকাল পৌনে ১০টার দিকে প্রতিদিনের সংবাদ পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল মুনসুরের ভাই মোঃ আল মামুনের লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি যার (রেজি : MYMENSINGH, HA 15-5372, ইঞ্জিন নং- JZYWKB09924, চেচিস নং: PSUB44BY5KTF29110) পূর্বধলা থানার পূর্বপাশে কাজী হাছিদুল ইসলামের বাসার গেটের সামনে থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সাংবাদিকের ভাই আল মামুন বাদী হয়ে গত ৬ মে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন: মোটরসাইকেল চুরির ঘটনায় আশপোশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর চোর চক্রকে ভিডিও ফুটেজে দেখা গেলেও এতদিন সনাক্ত করা যায়নি।
দীর্ঘ তিন মাসের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতেথানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মোকাম্মেল হোসাইন, এএসআই ফারুক ইসলাম খানও এএসআই এমদাদুলহক সঙ্গীয় ফোর্সসহ ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোফাজ্জল হোসেনকে তার গ্রামের বাড়ি ধোবউড়া উপজেলার জিগাগাছিয়া গ্রাম থেকে আটক করা হয়।আটককৃত মোফাজ্জল হোসেনের নামে ময়মনসিংহ সদর থানায় একটি, জয়দেবপুর থানায় দুইটি, কাপাশিয়া থানায় একটি ও বাসন থানায় একটি চুরির মামলা রয়েছে।
Leave a Reply