জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে মদন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
১৩ আগষ্ট রবিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পাবলিক হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালে আগষ্টে শাহাদাতবরণ কারিগনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনে নবাগত মাননীয় সাংসদ সাজ্জাদুল হাসান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য মাননীয় সাংসদ সাজ্জাদুল হাসান বঙ্গবন্ধুর স্মৃতিচারণে মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয়ের পেছনে বঙ্গবন্ধু দেশের দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করতে পারার অসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন সারা জীবন দেশের জন্য দিয়ে গেছেন, সেই বঙ্গবন্ধুর সপরিবারে জীবন দিতে হলো।এরচেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।
তিনি আরও বলেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে খুঁজে বের করা আমার কাজ। আমি অন্যায় করব না এবং অন্যায় কে প্রশ্রয় দেবো না। এ সময় জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply