বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

বারহাট্টায় নতুন ইউএনও ফারজানা আক্তার ববির দায়িত্ব গ্রহণ

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯০ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় রোববার (১৩আগস্ট) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নতুন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যক্রম শুরু করেছেনে বিসিএস (প্রশাসন) কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

এর আগে গত বৃহস্পতিবার (১০আগস্ট) বিকেলের দিকে বিদায়ী ইউএনও এস এম মাজহারুল ইসলামের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ইউএনও দপ্তর সূত্রে জানা যায়, ফারজানা আক্তার ববি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি সর্বপ্রথম ২০১৭ সালের ২মে সুনামগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকুরীতে যোগদান করেন।

সর্বশেষ তিনি ময়মনসিংহের ফুলপর উপজেলায় একই দায়িত্ব পালন করছিলেন। গত ৬ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দডÍর কর্তৃক তাকে বারহাট্টায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

তিনি কুমিল্ল জেলার বাসিন্দা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্সসহ এমএসসি সম্পন্ন করেছেন। তার যোগদানে বারহাট্টা উপজেলার বিভিন্ন দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন জানানা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News