বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

নারী আসলে কিসে আটকায়” জানালেন সাদেকা তামান্না নিপা

আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৩৩ পঠিত

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!’বিল গেটসের টাকায়!’ ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!হুমায়ন ফরিদীর ভালোবাসায়!’তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!’

কোন কিছুই নারীকে আঁটকাইতে পারে নাই,নারী আসলে কিসে আঁটকায়?’

সাম্প্রতিক সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে।
এই কয়েকজনের বিচ্ছেদ নিয়ে সমালোচনার সহিত নারী কিসে আটকায় বলে নারীর দিকে একটা বাজে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে।
তখনি বেশ কয়েকজন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেক জন একেক সমাধান দিয়েছেন,দিয়েছেন ভিন্ন মত।

তেমনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গর্বিত সন্তান সাদেকা তামান্না নিপা জানিয়েছেন আসলে নারী কিসে আটকায়।

এই শিক্ষিকা একটি কবিতার মাধ্যমে সুন্দর সুশীলভাবে
সটিক জবাব তিনি দিয়েছেন,বুজিয়েছেন নারী আসলে কিসে আটকায়।

এই প্রভাষক বলেছেন,যখন প্রশ্ন করো, “নারী কিসে আটকায়?”

তখন খুব সগৌরবে বলতে ইচ্ছা হয়,
নারী আটকায় স্নেহে,
কোন কোমল পরশ কিংবা মায়ার টানে।

নারী আটকে যায় তোমাদের পুরুষদের
অতিরিক্ত শাসনে, কিছু অভ্যাস আর
নিয়মমাফিক ছুঁড়ে ফেলার রুটিনে।

নারী আটকে যায় সন্তান
কিংবা গৃহস্থালির কিছু তৈজসপত্রে,
স্বামীর সেবায়, পরিবারের মায়ায়,
গড়ে তোলা রাজত্বের মতো নিজের সংসারে।

খুব পর হয়ে আসা,
নিজের সব ফেলে আসা দিনগুলোকে ভুলে,
আটকে যায় নারী করুণ অভিমানে।

বাচ্চাদের স্কুল, স্বামীর কর্মস্থল,
সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ,
রাতের ডিনার আর অন্যকে সুখী করার বাহানায়,
নিজের উপর চরম অবহেলা ছুঁড়ে দিয়ে,
নারী আটকে যায় অগোছালো এক ফ্রেমে।

যাপিত জীবনে নিজেকে ভুলে,
এক সাথে থেকে আসা পুরুষটার ঘামের গন্ধে,
তার নিয়মমাফিক যত্নে নারী আটকে যায়
গভীর আনমনে।

লেখক: সাদেকা তামান্না নিপা(প্রভাষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর