সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

মোহনগঞ্জে চোরাই গরুসহ গ্রেফতার ০৩ চোর 

মোহনগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩০ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে চোরাই গরুসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে তাদের মোহনগঞ্জ পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন : উপজেলার শেওড়াতলী গ্রামের রোকন মিয়ার ছেলে রনি মিয়া (২৮), নাগডরা গ্রামের রাজধর মিয়ার ছেলে জুয়েল মিয়া ওরফে বাবু (২০) ও বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মো. হাশিম উদ্দিনের ছেল হিমেল মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায় :গত রোববার দিবাগত রাতে উপজেলার বড় বেথাম গ্রামের বাচ্চু খাঁর গোয়াল ঘর থেকে দুটি বকরা গরু চুরি হয়। এ ঘটনায় পারদিন থানায় লিখিত অভিযোগ করেন বাচ্চু খাঁ। অভিযোগ পেয়ে গরু উদ্ধারে নামে পুলিশ।

পরে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া মোড়ে রনি ও হিমেলকে একত্রে ঘুরতে দেখে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে গরু চুরির বিষয়টি স্বীকার করে। তাদের অপর সঙ্গী জুয়েল মিয়ার বাড়ি নাগড়রা গ্রামে গরুগুলো আছে বলে জানায়। পরে ভোর সাড়ে পাঁচটায় গিয়ে জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে গুরুগুলো তার গোয়ালে আছে বলে স্বীকার করে। পরে গরুগুলো উদ্ধার করার পাশাপাশি ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন : রনি ও হিমেল চিহ্নিত গরু চোর চক্রের সদস্যরা উপজেলায় অনেক গরু চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তদন্ত করে পাওয়া গেছে। এর আগেও রনি গরু চুরির মামলায় জেল খেটেছে। এদিকে জুয়েল মিয়া চোরাই গরু অল্প মূল্যে কিনে বিভিন্ন বাজারে বিক্রি করার তথ্য জানা গেছে। এ কাজে তাদের সঙ্গে জড়িত আরও কারা রয়েছে এ তথ্য জানতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন: মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News