বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

নেত্রকোণায় মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৭ পঠিত

আজ সকালে ৫ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে নেত্রকোণা সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা বরাদ্দ দেন। এমনকি তাবলিগ জামাতের যে মূল কেন্দ্র কাকরাইল মসজিদ সেটিও বঙ্গবন্ধুর অবদান।

আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেয়া পথ অনুসরণ করেই ইসলামের সঠিক প্রচার প্রসারে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে অনেকগুলি বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী মডেল মসজিদ উদ্বোধন ঘোষণা শেষে প্রতিমন্ত্রী নেত্রকোণা সদর উপজেলার হোসেনপুরে মডেল মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন করেন। নেত্রকোণায় ৫ পর্যায়ে সদর, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার তিনটি মসজিদ উদ্বোধন হয়েছে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News