সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

আলফাডাঙ্গায় পানিতে ডুবে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

আলমগীর কবির আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৫৮ পঠিত

ফরিদপুরের পুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স (২০২১-২০২২) সেশনের ছাত্র আকিদুল ইসলামের অকাল মৃত্যু হয়েছে।

আজ(২৯ জুলাই) দুপুরে
বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব খিজির আহমেদের গ্রামের বাড়ি আনন্দধারা সংলগ্ন মধুমতি নদীতে আঁকি দুল গোসল করতে নামেন।

কিছুক্ষণ পর তার মাতা সুফিয়া বেগম গিয়ে ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে লোকজনকে পানিতে নামিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে সচিব মহোদয়ের প্রাইভেট কারে তাকে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে নেয়া হয় এসম কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আকিদুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, একমাত্র ছেলেকে হারিয়ে তার মা সুফিয়া ও তার খালা নছিরন বারবার অচেতন হয়ে পড়ছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আকিদুল মৃগী রোগী ছিলেন।
আকিদুল খোলা বাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ মিলন মোল্লার একমাত্র ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News