ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর মডেল থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ জুলাই ২৩ দুপুর ১২ টায় মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন পিপিএম।
এসময় তিনি বলেন : সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার পাশাপাশি যে কোনও বিষয়ে পরামর্শ দিয়ে কমিউনিটি পুলিশিং কমিটিকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমে যুক্ত হলে কমিউনিটি পুলিশিং আরও বেগবান হবে বলে তিনি আশা করেন।
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মালেকা পারভীন সীমার সভাপতিত্বে ও এস আই মোঃ সোহেল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন:মিরপুর গার্লস আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ জন চন্দন কুমার নাথ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
Leave a Reply