নেত্রকোণার মদনে সিনাই নদীর পানিতে ডুবে হাসাইন (৪) ও তাসমিন আক্তার(৩) নামের আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে বলে জানান মাঘান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন মিয়া।
নিহত শিশু হাসাইন ও তাসমিন আক্তার মাঘান ইউনিয়নের ঘাটুয়া রামদাস কিলা গ্রামের শফিকুল ইসলাম (৪০) এর ছেলে ও মেয়ে।স্থানীয় ইউপি সদস্য
লিটন মিয়া ও এলাকাবাসীরা বলেন:(১১ জুলাই) রোজ মঙ্গলবার আনুমানিক সময় বিকাল ৩টার দিকে তারা দুই ভাইবোন দুপুরের খাবার খেয়ে বাড়ির পিছনে খেলাধুলা করছিল।
নিহত শিশু হাসাইন ও তাসমিনা আক্তারের পিতা-মাতা বাড়ির সামনে ঘরের কাজ করছিল।অনেক সময় ধরে শিশু হাসাইন ও তাসমিন আক্তারকে না পেয়ে মা মর্জিনা আক্তার (৩৫) প্রতিবেশীদের বাড়ীতে অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে বাড়ীর পিছনে সিনাই নদীতে গিয়ে দেখেন শিশু দুটি পানিতে ভেসে উঠেছে।
শিশু দুটিকে পানিতে ভেসে উঠতে দেখে মায়ের ডাক চিৎকারে আশপাশের প্রতিবেশী লোকজন শিশু দুটিকে সিনাই নদীর পানি থেকে উদ্ধার করে উপরে উঠিয়ে নিয়ে এসে দেখেন শিশু দুটি মারা গেছে বলে জানান। এলাকাবাসীরাই ও জানান: নিহত শিশু দুটিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল বেঁচে আছে কিনা পরীক্ষা করার জন্য।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে মদন থানা এসআই মোঃ মজিবুর রহমান জানান: ওসি স্যারের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply