নেত্রকোনার পূর্বধলায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এর নির্দেশনায় পূ্র্বধলা উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূ্র্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল।
উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পারভীন আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক তাহমিনা আক্তার বুবলী, পূ্র্বধলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদসহ যুব মহিলা লীগের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply