(৭জুলাই) শুক্রবার সকাল ১১টায় জেলা পাবলিক হল মিলনায়তনে নেত্রকোণা জেলা আওয়ামীলীগের আয়োজনে “স্মার্ট কর্ণার” উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর সময়ে দেশের যে উন্নয়ন করেছেন তা বিগত একশো বছরেও সম্ভব হয়নি। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন শেখ হাসিনার বাস্তবায়িত সমস্ত উন্নয়ন কাজ সব জায়গায় তুলে ধরতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান (ভিপি) লিটন।
আরো উপস্থিত ছিলেন : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,
জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামখান,
সাবেক,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামীলীগের নেতা নুর খান মিঠু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক,সাধারন সম্পাদক হাফিজুর রহমান খানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তিনি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে “স্মার্ট কর্ণার” উদ্বোধন করেন।
Leave a Reply