আজ ০৫-০৭-২৩ তারিখে উপজেলা প্রশাসন মদন কর্তৃক সড়ক পরিবহন আইন প্রতিপালন,যত্রতত্র পার্কিং,বেআইনি টোল আদায় এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাস মালিক সমিতির সভাপতি-
সেক্রেটারিসহ অন্যান্য সদস্যগণ ও বাস চালকগণ, অটো/সিএনজি সমিতির সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য সদস্যগণ ও চালকগণ অংশগ্রহণ করেন।
সভায় সংশ্লিষ্ট সকলকে অতিরিক্ত ভাড়া আদায় যত্রতত্র পার্কিং ও বেআইনি টোল আদায় বন্ধে সতর্ক করা হয় সেমিনারে এ সংক্রান্ত আইন ও বিধি বিধানের উপর পিপিটি উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি), মদন উপজেলা,নেত্রকোণা।
যে সকল নির্দেশনা দেয়া হয়: অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে,যত্রতত্র পার্কিং করা যাবে না রাস্তায় অটো/সিএনজির ডাবল/ট্রিপল লাইন করে দাঁড়িয়ে থাকা যাবে না।বেআইনি টোল আদায় বন্ধ করতে হবে,যাত্রীদের সাথে সুআচরণ করতে হবে
বাস,অটো ও সিএনজির জন্য স্ট্যান্ড নির্ধারণ এবং ভাড়া নির্ধারণে দ্রুত কর্মপরিকল্পনা প্রস্তুতপূর্বক বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান,মদন পৌরসভার মেয়র,আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি,উপজেলা কৃষি কর্মকর্তা,মদন থানার উপপরিদর্শকসহ সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ।
জনস্বার্থ রক্ষায় বদ্ধপরিকর মদন উপজেলা প্রশাসন।
Leave a Reply