নেত্রকোনার পূর্বধলা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ঢাকা থেকে জারিয়া-ঝানজাইল পর্যন্ত রেল লাইনে একটি একটি আন্ত:নগর ট্রেনের দাবীতে আজ (২৬জুন) সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা,জারিয়া ঝানজাইল, দুর্গাপুর উপজেলার সচেতন নাগরিক ও পূর্বধলা হেল্প লাইনের ব্যানারে উপজেলার পূর্বধলা রেলস্টেশন প্লাটফর্মে এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মো: এমদাদুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি মো: জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর,পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা হেল্পলাইনের এডমিন ও পূর্বধলা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল’র উপস্থাপনায় বক্তারা বলেন, পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা, ধোবাউড়া এই চার উপজেলার হাজার হাজার যাত্রীকে ঢাকা যাতায়াতের জন্য মৃত্যুর জুকি নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই অবিলম্বে ঢাকা থেকে জারিয়া ঝানজাইল পর্যন্ত একটি আন্ত:নগর ট্রেন চালুর দাবী জানান।
মানববন্ধন শেষে বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র হাতে তুলে দেওয়া হয়।
Leave a Reply