পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মদন উপজেলার সর্বস্তরের জনগণকে তিনি পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন। নেত্রকোনার মদন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া।
তিনি শুভেচ্ছা বার্তায়, মদন উপজেলা বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও (ঈদ মোবারক) জানিয়ে বলেন, ঈদুল-আযহা মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, ঈদ মানেই শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপমের শিক্ষা। হিংসা বিদ্বেষ, ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই আনন্দ।
এবারের ঈদে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সত্য ও সুন্দর হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদুল আজহার উৎসবের ঐকান্তিক কামনা।
মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া তিনি আরও বলেন, আসুন গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপন করার আহ্বান জানিয়ে সবাইকে পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সবাইকে (ঈদ মোবারক)।
Leave a Reply