বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে নৌ-পুলিশের অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৬ পঠিত

নৌ- পুলিশের টহলরত অবস্থায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার লঞ্চঘাট হতে ২৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে খালিয়াজুরী নৌ-পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরহাটি এলকার মোঃ আজগর আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩০) অপরজন একই এলাকার মোঃ হামিদ আলীর ছেলে মোঃ আল আমিন মিয়া (২৭) স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন সকাল ১০ টায় লেপসিয়া বাজার লঞ্চ ঘাটে টহলরত অবস্থায় তাদের ( মাদক কারবারী) গতি বিধি সন্দেহজনক হওয়ায় ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশ ইনচার্জ মোঃ আব্দুস সালাম সত্যতা স্বীকার করে দৈনিক সকালের সময় প্রতিবেদকে জানান,আজ সকাল ১০ টায় ট্রলারে ভারতীয় মদ পাচারকালে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় লেপসিয়া নৌ-পুলিশ ইঞ্জিত চালিত ট্রলারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ভারতীয় মদ,ট্রলারসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন মাদক কারবারীরা নদীপথকে মাদক পাচারের জন্য নিরাপদ রোড হিসেবে ব্যবহার করে আসছিল। এমন খবরের ভিত্তিতে নৌপথে টহল বাড়িয়ে দেওয়া হয়।

প্রতিবেদন লিখার সময় পর্যন্ত লেপসিয়ার নৌ-পুলিশ ইনচার্জ জানান,মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News