নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিষয় নিয়ে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এসএম মাজহারুল ইসলাম। এসময় উক্ত উপজেলা পরিষদ মাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার সকল শ্রেণীর কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সড়কের পাশের মৎস্য ঘেরে আউট ড্রেন কার্যকর করা, রাস্তায় গাড়ি যাতায়াত,ও রাস্তা বন্ধ করে গাড়ি পার্কিং, মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply