নেত্রকোনা বিচার বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্ধোধন করেন সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন: সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন : হাইকোট বিভাগের বিচারপতি কে.এম কামরুল কাদের।
অন্যানোর মধ্যে বক্তব্য দেন- সিনিয়র জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনাল মোহাম্মদ ইখতেকার বিন আজিজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ব্যেমকেশ ভট্রাচার্য্য, পিপি অ্যাডভোকেট ইফতেকার উদ্দিন মাসুদ, বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহমেদ খান প্রমুখ।
Leave a Reply