পূজা অর্চনা যজ্ঞ র্যালিসহ নানা আয়োজনে নেত্রকোনায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে নয়দিনব্যাপী ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা।
আজ ২০ জুন মঙ্গলবার দুপুরে জেলা শহরের বড়বাজার নরসিংহ জিওর আখড়ার পুজা কমিটির আয়োজনে নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গন থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে বড়বাজারের আখড়া প্রাঙ্গণে নানা রকমের পসরা নিয়ে বসেছে মেলা। এ ছাড়াও শহরের সাতপাই ইসকন মন্দির প্রাঙ্গনে পূজা অর্চনা যজ্ঞানুষ্টানের আয়োজন করা হয়।
এদিকে জেলার পূর্বধলা,কেন্দুয়া,দুর্গাপুর মোহনগঞ্জ ও কলমাকান্দায় নানা আয়োজনে রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে, আগামী ২৬ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে নয়দিনব্যাপী রথযাত্রা উৎসব।
Leave a Reply