বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

দূর্গাপুরে রাতের আঁধারে বন্য হাতির তাণ্ডব আক্রমণে নিহত ০১ আহত অনেকেই 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮৮ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে ফের তাণ্ডব চালিয়েছে ভারতীয় বন্য হাতির একটি দল। এতে গাছপালা ও বসতবাড়ি তছনছের খবর পাওয়া গেছে। রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে বন্য হাতির দল চলে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে : খাদ্যের খোঁজে বন্য হাতির দল কয়দিন পর পর ছুটে আসছে লোকালয়ে। খাবারের খোঁজে আসা হাতিগুলো বিভিন্ন ফসল নষ্টসহ বসতবাড়ি তছনছ করছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এদিকে এক মাস না যেতেই আবারও সোমবার সকালে বন্য হাতির দল সীমান্তে অবস্থান নিলেও রাতে গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করেছে।

এ জন্য চরম আতঙ্কে রাত কাটছে গ্রামবাসীদের।

তারা আরো বলেন : কয়েক বছর ধরে ভারতীয় বন্য হাতির পাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। তবে ছয়-সাত মাস ধরে হাতির দল বেশি আসতে শুরু করেছে। হাতির দল সীমান্তবর্তী গ্রামগুলোতে ঢুকে দিনে-রাতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করছে প্রতিনিয়ত।

এসব হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে এক কৃষক নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। গাছপালা বিনষ্টসহ ঘরবাড়ি ভাঙচুর করেছে অন্তত ৪০ জনের।

এই বিষয়ে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন : আমাদের লোকজন ওই এলাকায় আছেন। গ্রামের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News