জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা ও নেত্রকোনা দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানের উপর নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫ টায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.লাইমুন হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে সংবাদকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন: সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, আমাদের সময় প্রতিনিধি রাখাল বিশ্বাস, যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, সংবাদ প্রতিদিন প্রতিনিধি মহিউদ্দিন সরকার, ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, সংবাদ প্রতিনিধি হুমায়ুন কবীর, মানবজমিন প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, আজকের বসুন্ধরা প্রতিনিধি আনোয়ার উদ্দিন হীরন, গণকন্ঠ প্রতিনিধি সৈয়দ মোখলেস উজ জামান, স্বদেশ সংবাদ প্রতিনিধি মো.রোকন উদ্দিন, আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহ আলম তালুকদার, মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান হলি, সাংবাদিক মনিরুজ্জামান রাফি, কায়ছার তালুকদার, আশরাফুল আলম নান্টু প্রমূখ।
বক্তারা গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে উপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।
পরে কেন্দুয়ার সাংবাদিক সমাজ সাংবাদিক হত্যা এবং সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবেরী জালালের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপির অনুলিপি প্রধান করা হয়েছে।
Leave a Reply