নেত্রকোনার মোহনগঞ্জে গাঁজাসহ মো.নাদিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নাদিম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
শনিবার দিবাগত রাত একটার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শহরের টেংগাপাড়া এলাকায় ডাকবাংলোর সামনে নাদিম গাঁজা বিক্রি করছে। এমন গোপন খবরে শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নাদিম দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক তলাশি করে প্যান্টের পকেটে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার দুপুরে নাদিমকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply