শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

তাহিরপুরে বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টে : এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৩৬ পঠিত

সুনামগঞ্জ-১ আসনে বঙ্গবন্ধুর গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট- ২০২৩ শুভ উদ্ভোধন করেন- সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার বিকাল ৪ ঘটিকায় তাহিরপুর উপজেলায় বালিজুুরী ইউনিয়নে আনোয়ারপুর বাজারের খেলার মাঠে শুভ উদ্ভোধন করা হয়েছে।

আয়োজনে- সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলখাস উদ্দিন খন্দকার, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আসাদুজ্জামান রনি, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, আলী হায়দার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা উদ্ভোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন তাহিরপুর সদর ইউনিয়ন বনাম উত্তর শ্রীপুর ইউনিয়ন।

এমপি রতন বলেন: সুনামগঞ্জের হাওরাঞ্চলে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি স্মরণে” এবার সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলায়) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত এর তাহিরপুর উপজেলায় শুভ উদ্ধোধণ করা হয়।

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) চারটি উপজেলার ২৩টি ইউনিয়ন সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় চার উপজেলায় পৃথক-পৃথক ভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে

১৮ই জুন রবিবার ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ও ১৯ জুন সোমবার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বাংলাদেশ আওয়ামীলীগের। ফুটবল টুনামেন্ট খেলায় তাহিরপুর সদর ইউনিয়নকে পরাজিত করে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিজয়ী হয়। বিজয়ীদের অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News