শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

নেত্রকোণা থেকে চুরি যাওয়া অটোগাড়ী উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২০৪ পঠিত

নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (১২ জুন) চুরি যাওয়া অটোরিকশা সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ

জানা যায়, পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫) একজন অটো চালক। সহায় সম্বলহীন রুবেল ও তার পরিবারের চলার একমাত্র অবলম্বন ধারদেনা করে ক্রয় করা ব্যাটারি চালিত অটো গাড়ীটি।

ধারের টাকা পরিশোধ এবং লোনের কিস্তি মেটাতে দিনরাত ভাড়া মারেন রুবেল। কিন্তু ভাগ্য পাশে না থাকায় গত (২ জুন) তার অটো গাড়ীটি চুরি হয়ে যায় নেত্রকোনা শহরের সাতপাই বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোনা মডেল থানা পুলিশের দারস্থ হয় অটোরিকশা চালক রুবেল মিয়া ও তার পরিবার।

তাৎক্ষণিকভাবে থানায় বিষয়টি আমলে নেয় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক, নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নির্দেশ ক্রমে উক্ত ঘটনার বিষয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করা হয়, মামলা নং- ১৭,- ১১/৬/২৩ ইং, ধারা- ৩৭৯ দঃবিঃ রুজু হয়। এর পরপরই চোরাই অটো উদ্ধারে নামে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টীম।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই/ ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় অভি্যান পরিচালনা করে। অভিযানে নেত্রকোনা শহরের কালিবাড়ি থেকে গ্রেফতার করা হয় অটো গাড়ি চোর চক্রের সদস্য, তারা হলেন সদর উপজেলার দিগজান এলাকার বাসিন্দা মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন।

পরে পুলিশ সদস্যরা মোশাররফকে সাথে নিয়ে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে অটোচোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করে, তারা হলেন, নিউটাউন এলাকার বাসিন্দা চান্দি চৌহানের ছেলে রুক্কু চৌহান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আজিজ মিয়ার ছেলে কবির মিয়া।

পরে গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অটো গাড়ীটি চুরি করার কথা স্বীকার করলে তাদের দেওয়া তথ্য মতে অবশেষে ময়মনসিংহ জেলার গাছতলা বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় চুরি যাওয়া অটো গাড়ীটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News