বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৯৯ পঠিত

নেত্রকোণা জেলা পু‌লিশ লাই‌ন্সে মা‌সিক কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মে” মাসের মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফ‌য়েজ আহ‌মেদ। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ও ২০২৩ সা‌লের মে মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কৃত করা হয়।

নেত্র‌কোণা জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার
শাহ্ শিবলী সা‌দিক,অ‌তি‌রিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল” শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ‌মোহাম্মদ শি‌বিরুল ইসলাম ‌দুর্গাপুর থানা ” শ্রেষ্ঠ আই‌সি মোঃ এনামুল হক, পু‌লিশ প‌রিদর্শক (নিঃ) সিধলী তদন্ত কেন্দ্র,কলমাকান্দা।

শ্রেষ্ঠ এসআই এসআই(নিঃ)/মোঃ হা‌ফিজুর রহমান শ্যামগঞ্জ পু‌লিশ তদন্ত কেন্দ্র,,শ্রেষ্ঠ বিট অ‌ফিসার (উঠান বৈঠক) এসআই(নিঃ)/আবু ছা‌য়েম মো: আব্দুর রহমান বারহাট্টা থানা,, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট /মমিনুল ইসলাম সদর ট্রাফিক,, শ্রেষ্ঠ এএসআই এএসআই(নিঃ)/মোঃ এনা‌য়েত ক‌বির ‌শ্যামগঞ্জ পু‌লিশ তদন্ত কেন্দ্র,,শ্রেষ্ঠ ওয়া‌রেন্ট তা‌মিলকারী এএসআই(নিঃ)/মোঃ রা‌হিদুল ইসলাম
‌নেত্র‌কোণা ম‌ডেল থানা।

এছাড়াও নেত্র‌কোণা জেলায় বি‌শেষ পুরষ্কার প্রাপ্ত অ‌ফিসারগ‌ণের তা‌লিকায় আছেন : এএসআই /আবুল হো‌সেন আই‌সি‌টি শাখা, কং/‌মোঃ চাঁন মিয়া‌, জেলা গো‌য়েন্দা শাখা কং/‌মোঃ ম‌তিউর রহমানজেলা গো‌য়েন্দা শাখা ও কং/‌সোলায়মান সরকারআই‌সি‌টি শাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News