১২ জুন (সোমবার) দীর্ঘ্য দুইযুগ পরে আটপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়, এই প্রথম বারের মত ভোটারদের ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে একের অধিক প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়পত্র জমা দেয়ায় এই পদটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই পদে প্রতিদ্বন্ধিতা করেন ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান নন্দন ও বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল দত্ত। সোমবার সকাল ১১ টায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, চলে বিকাল ৩টা পর্যন্ত।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪৪ জন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ২৪ ভোট পেয়ে উজ্জল দত্ত বিজয়ী হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্ধী মিজানুর রহমান খান নন্দন পেয়ছেন ১৮ ভোট ।
নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ী প্রার্থী উজ্জল দত্ত বলেন, ভোটাররা আমাকে গ্রহণযোগ্য মনে করে ভোট দিয়েছেন। আমি বিজয়ী হয়েছি। আমি তাদের পাশে থেকে ক্রীড়া সংস্থার উন্নয়নে কাজ করে যাব।
Leave a Reply