নেত্রকোনার কলমাকান্দা সদর পশ্চিম বাজার (ড্রেনপাড়) অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
বোধবার রাত ১০টার দিকে কলমাকান্দা সদর পশ্চিম বাজারে একটি সেমিপাকা রান্নাঘর থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানা যায়।
আগুন জ্বলতে দেখে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পান্না আক্তার স্বামী হাবিবুর রহমান নামে বাসা ও ব্যাবসায়ী প্রতিষ্ঠান মজুমদার এন্টারপ্রাইজ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও জাহাঙ্গীর আলম মজুমদারের সেমি পাকা বসতঘর সহ অন্যান্য ব্যাবসায়ীদের ৪টি দোকানের মালামালের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ আবুল কালাম উপস্থিত ছিলেন।
Leave a Reply