বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

পূর্বধলায় কিন্ডার গার্ডেনের ৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পরিচালক পলাতক

রুহুল সরকার পূর্বধলা প্রতিনিধি : 
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৮৪ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় তিন স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। গতকাল সোমবার ৫ মে দুপুরে উপজেলার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার ফাজিলপুর বাজার-এ অবস্থিত রাবিয়া মাহমুদ মডেল স্কুল এর পরিচালক এ কে এম আনিছুর রহমান কালাম (৪৫) তার স্কুলের ২য়, ৩য় ও ৫ম শ্রেনীর তিন ছাত্রীকে দীর্ঘ দিন ধরে ধর্ষণের চেষ্টা করে আসছিল। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী (১০) পরিচালক কালাম এর বউয়ের আপন বড় ভাইয়ের মেয়ে। সে তার বাসায় থাকাতে রাতের বেলাতেও বিভিন্ন সময় যৌন নির্যাতনের চেষ্টা করত বলে জানায় ভুক্তভোগী শিশুটি।

এ ঘটনায় ভুক্তভোগী শিশু ও শিশুটির নানা-নানী বলেন, স্কুল চলাকালীন সকালে ও বিকালে স্কুল ছুটির পর কৌশলে ডেকে নিয়ে স্কুলের বাথরুমে এবং তার কক্ষে এঘটনা ঘটান পরিচালক কালাম। একপর্যায়ে শিশুগুলো স্কুলে যেতে চায় না। অভিভাবকরা স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে। কেন কান্নাকাটি করছে জানতে চাইলে বিভিন্ন সময় যৌন নির্যাতনের ঘটনার বর্ণনা দেয় শিশু ও শিশুটির নানা-নানী।

ঘটনাটি শিশুদের মুখে শুনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে জনতার হাতে আটক হয় পরিচালক কালাম। পরে গড়োয়াকান্দা গ্রামের জুলহাস ও স্থানীয় প্রভাবশালী লোকজন বিচার সালিশের মাধ্যমে মিমাংসার কথা বলে ছাড়িয়ে নিয়ে যায়। পরে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ও কুদরত আলী এবং খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার পর্যন্ত গড়ালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আসি-আসছি বলে কালক্ষেপন করে শেষ পর্যন্ত উপস্থিত হয়নি।

স্থানীয়রা জানায়, শিশুরা প্রথমে ভয়ে মুখ না খোলায় কালাম এমন অপকর্মে চালিয়ে গেছে। পরে গতকাল সোমবার ৫মে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু তিনটির বয়স ১০ বছরের কাছাকাছি। পরিচালকের বউয়ের বড় ভাই মারা যাওয়ায় তার মায়ের অন্যত্র উন্নত বিয়ে হয়ে যায়। মেয়েটি একাকীত্ব হয়ে যাওয়ায় তার ফুফুর বাড়িতে নিয়ে যায় এবং ঐ কিন্ডার গার্টেন দ্বিতীয় শ্রেণীতে পড়তো।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের উপস্থিতিতে এতিম শিশুটিকে উদ্ধার করে তার দাদি মেয়েটির বাবার বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই পরিচালক পলাতক রয়েছে। সোমবার সন্ধ্যায় এলাকাবাসী জানায়, অভিযুক্ত এ কে এম আনিছুর রহমান কালাম উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

এঘটনায় রাবিয়া মাহমুদ মডেল স্কুল এর পরিচালক এ কে এম আনিছুর রহমান কালাম এর মোবাইল নাম্বার এ বার বার ফোন করেও পাওয়া যায়নি। কালাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, ঘটনাটি শোনার পর শিশুদের পরিবার, কালাম এবং তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। স্কুলের পরিচালক কালাম আসছি-আসবো বলে সময় নষ্ট করে পরে আর আসেনি। ঘটনাটি নিভির পর্যবেক্ষণ করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনা কেউ জানায়নি। ঘটনাটি শোনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে শিশুদের পরিবারকে নিরাপত্তা ও আইনগত সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News