বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

মোহনগঞ্জে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের অংশগ্রহণে কর্মশালা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৬৪ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন’ (পিবিজিএসআই) স্কিমের আওতায় সোমবার বেলা ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী।

এছাড়া বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ওইসব প্রতিষ্টানের পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষা দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News