“প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নেত্রকোণায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩।
দিবসটি একটি পালন উপলক্ষ্যে আজ সকালে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
Leave a Reply