“প্ল্যাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে”এই প্রতিপাদ্য পাশাপাশি “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্ল্যাস্টিক দূষণ” এই শ্লোগানের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় পালিত বিশ্ব পরিবেশ দিবস।
রবিবার (৫ জুন) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
আলোচনা সভায় ইউএনও কাবেরী জালাল বলেন, দিন দিন আমরা যেভাবে সুন্দর পরিবেশ হারাচ্ছি সেই
পরিবেশ রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ক্জ করতে হবে। তিনি আরো বলেন, সবুজ বাংলাদেশ বিনির্মানে সকলকে বাড়ির আঙ্গিনায়,রাস্তাঘাটে অর্থাৎ যে যেখানে পারেন সেখানেই একটি করে গাছের চারা লাগাবেন।
ক্রীড়া সংস্থার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কেন্দয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাট্যকার মোঃ নুরুল ইসলাম।তিনি বলেন, পরিবেশ
রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভুঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,ওসি মোঃ আলী হোসেন পিপি এম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা সহকার্রী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান,বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply