একমাত্র দলীয় ঐক্যের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আবার ক্ষমতা টিকে থাকবে বলে জানান,বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।
শনিবার (৩ জুন) সকালে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের হল রুমে বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এবছর শেষে অথবা আগামী বছর প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের দল আওয়ামীলীগ, আমাদের দলের নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন মূল্যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। আর সেইজন্যে আজকে এই বিশেষ বর্ধিত সভা। বর্ধিত সভার মাধ্যমে সকল নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে সকল দিধাদন্ধ ভূলে গিয়ে আগামী নির্বাচনে কিভাবে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানো সেই লক্ষ্যেই সকলকে কাজ করার আহবান জানান তিনি।
বিশেষ বর্ধিত সভা কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.উজ্জ্বল খান, গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুল হক সেলিম, গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সন্জু মিয়া, সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কাজল, মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী বকুল, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল সুমন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল কবীর খান, রোয়াইলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরুল আলম, পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আরজু, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দিদারুল ইসলাম,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঁইয়া, এডভোকেট সারোয়ার জাহান কাওসার প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া, মো.তাজুল ইসলাম,মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি/সম্পাদকবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply