বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  আটপাড়ায় সেনাবাহিনীর অভিযানে সরকারি চাল জব্দ আটক- ২  দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাত গ্রেপ্তার।  নেত্রকোনা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ শুরু  কেন্দুয়ায় খালের পাড় থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার  আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ আহত ৪ নেত্রকোনায় সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে কথিত মানবসেবক ও কবিরাজ গ্রেফতার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল জনপ্রিয় 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৭ পঠিত

নেত্রকোনা৩(আটপাড়া-কেন্দুয়া)আসনে আগামী(২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল এলাকার জনগনের উন্নয়নে কাজ করার অভিমত প্রকাশ করেন।

বিএনপি পরিবারের সদস্য ও একনিষ্ঠ একজন জিয়ার সৈনিক হিসেবে মাদক নির্মূলের মাধ্যমে এলাকার আপামর জনগনের মতামতের ভিত্তিতে নেত্রকোনা-৩ আসনের প্রতিটি সমস্যার সমাধানে এগিয়ে যেতে চান তিনি। তার মতে,দল যদি মনোনয়ন দেয়, এই আসনের জনগন আমার পাশে থেকে ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে আমি এই আসনকে একটি মডেল আসন হিসেবে সকলের সামনে তুলে ধরতে চাই। এই আসনের জনগন তার পাশে ছিল, আছে ও শেষ পর্যন্ত থাকবে বলেও তিনি আশা করেন।

জানা যায়, এই আসনের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে আসছেন তিনি। কর্মজীবনে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ত। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি বিএনপির একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করে আসছেন। তিনি এই আসনের প্রতিটি কৃষক জনতার প্রতিনিধি হয়ে কাজ করতে চান।

নেত্রকোনা-৩ আসনের একাধিক ভোটাররা জানান, দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল একজন স্পষ্টবাদী ও সদালোপী মানুষ। অতিরিক্ত লোভ বা চাহিদা তার মধ্যে নেই। সে বিভিন্ন সময়ে এলাকার উন্নয়নে ব্যক্তিগতভাবে সহযোগীতা করে থাকেন। তার নিকট যে কোন সমস্যা নিয়ে গেলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন ও সমাধানের চেষ্টা করে থাকেন। এরকম লোক এই আসনে সংসদ সদস্য হিসেবে আসলে এলাকার মানুষ উপকৃত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের সাথে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত দলীয় ও ব্যক্তিগত ভাবে এই আসনের সাধারণ জনগণের উন্নয়নের স্বার্থে একাত্বতা ঘোষণা করে আপামর জনসাধারণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি।

আমি সবসময় আমার এই আসনের উন্নয়নের জন্য কাজ করে আসছি। আমার এই আসনের বেশিরভাগ মানুষ কৃষক।

এই আসনের জনগন আমাকে চাইলে ও আমার দল বিএনপি থেকে মনোনয়ন দিলে আমি আগামী(২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করবো। সর্বপরি তিনি এই আসনের সাধারণ মানুষ ও ভোটারদের প্রাণের দাবী মেটাতে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক পেলে এই আসনে বিপুল ভোটের ব্যবধানে শতভাগ জয় লাভের আশার কথা জানিয়ে সংশ্লিষ্ট সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News