মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাত গ্রেপ্তার।  নেত্রকোনা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ শুরু  কেন্দুয়ায় খালের পাড় থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার  আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ আহত ৪ নেত্রকোনায় সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে কথিত মানবসেবক ও কবিরাজ গ্রেফতার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ*র্ষ ধনু নদী থেকে ৩ জনের লা*শ উ*দ্ধার।  নেত্রকোনা জেলা প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিল

বারহাট্টা উপজেলার সেই অসহায় বৃদ্ধা লক্ষী রানীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৫৪ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় বাঁশঝাড়ের ভিতর খুপরি ঘরে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা ৬৫ বছর বয়সী স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান লক্ষ্মী রাণীর পাশে দাঁড়িয়েছে বারহাট্টা উপজেলা প্রশাসন।

জেলার বারহাট্টা সদর উপজেলাধীন গুহিয়ালা গ্রামের বাঁশঝাড়ের ভিতর দীর্ঘদিন ধরে খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছেন সহায়সম্বলহীন লক্ষ্মী রাণী।

লক্ষ্মী রাণীর সাথে কথা বলতে গেলে, তিনি কেঁদে কেঁদে বলেন, ভাগ্যের নির্মম পরিহাসে পরিস্থিতির কাছে আমি পরাজিত, জীবনে বেঁচে থাকা আমার কাছে শুধুই যন্ত্রণা ছাড়া আর কিছুইনা।

তিনি আরও বলেন, ৩০ বছর আগে স্বামী পরিত্যক্তা হবার পর আমার একুল আর অকূলে আপনজন বলতে কেউ নেই। তাই অপারক হয়ে বাঁশ ঝাড়ের ভিতর খুপরি ঘরে অনিশ্চয়তায় ঝড়-বৃষ্টির মধ্যে অনেক কষ্টে অনিশ্চয়তায় দিন কাটাইতেছি। এলাকাবাসীরা জানান, ব্যক্তিগত জীবনে তিনি স্বামী পরিত্যক্তা এবং নিঃসন্তান। তাই তার এই বয়সে সেবা করার মত কেউ নেই।

এলাকাবাসী, বারহাট্টা উপজেলা প্রশাসন ও উর্ধতন কতৃপক্ষ যেন লক্ষ্মী রাণী’কে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরূপ দেওয়া একটি সরকারি ঘরের ব্যবস্থা এবং দু’বেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করে দেওয়ার জোর দাবী জানান।

বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, এবং আমি নিজেও গিয়ে তার সাথে দেখা করে এসেছি। আমাদের পক্ষ থেকে লক্ষী রানীর জন্য সবোর্চ্চ সহযোগিতা থাকবে সবসময়।

অসহায় লক্ষ্মী রাণীর বিষয়ে জানতে চাইলে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এসএম মাজহারুল ইসলাম বলেন, উপজেলার গুহিহালা গ্রামের হতদরিদ্র লক্ষ্ণী রানীর বাড়িতে গিয়ে তার বিষয়ে খোজ-খবর নেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খাদ্য সহায়তা প্রদাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল বেশ কয়েকটি ফেইসবুক পেজে ও অনলাইন এবং প্রিন্ট প্রত্রিকার মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসে একজন বৃদ্ধ মহিলা জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। তারই প্রেক্ষিতে (২৯ মে) সোমবার উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা চৌধুরী ও বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল সহ স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিয়ে উক্ত ঘরটি পরিদর্শন করা হয়েছে।

এবং অসহায় লক্ষী রানীকে প্রাথমিকভাবে ঘর তৈরীতে ঢেউটিন প্রদাণের ব্যাপারে এবং পরবর্তীতে আশ্রয়ণের ঘর দেওয়ার ব্যাপারে সার্বিকভাবে সহায়তার আশ্বাস দেয়া হয়। এবং অসহায় ও হত-দরিদ্রদের কল্যানে সর্বদা পাশে থাকবে উপজেলা প্রশাসন বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News