শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ : আহত ১৫

দৈনিক নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৮ পঠিত

 

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলাকালীন নৌকা প্রতিকের সমর্থকদের সাথে স্বতন্ত্র তিন প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে শ্রীপুর বালী মহিষাটী কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছিল। বেলা ১টার দিকে বেশ কিছু নেতাকর্মী হঠাৎ করে কেন্দ্রের বাইরে ভোটারদের সরবরাহ কারীদের ওপর চড়াও হয়। এতে স্বতন্ত্র তিন প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে দুই পক্ষের কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ানো লোকজন লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে পরষ্পরের বিরুদ্ধে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ আধাঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন জানান, স্বতন্ত্র তিন প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় নৌকা প্রতিকের অন্তত ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছে। গুরুতর আহত জেলা যুবলীগের নেতা অসীম বিশ^াসসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হক জানান, দুইপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুলিশ অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনে আরা’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে বালী মহিষাটী দাখিল মাদ্রাসা (শ্রীপুর বালী) কেন্দ্রের বাইরে ভিন্ন ভিন্ন কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছিল। পরে আইন শৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রন আনার পর স্বাভাবিক ভোট গ্রহন চলছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে এডভোকেট মোঃ আব্দুর রহমান, ঢোল প্রতিক নিয়ে মোঃ নাসির উদ্দিন রানা, আনারস প্রতিক নিয়ে খন্দকার আজিজুর রহমান মাজহারুল, ঘোড়া প্রতিক নিয়ে মোখলেছুর রহমান দৌলত।

এই ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ১৬ হাজার ৯ শত ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫ শত ৮৫ জন, আর মহিলা হচ্ছে ৮ হাজার ৪ শত ৯৭ জন। সকাল ৮ টা থেকে ১০টি কেন্দ্রে একযুগে ভোট গ্রহন শুরু হয়। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আনসার, পুলিশ মোতায়েন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব সার্বক্ষনিক টহল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News